শুক্রবার র্যাব-১২ স্পেশাল কোম্পানি সিরাজগঞ্জের কোম্পানি স্কোয়াড কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান রনির নেতৃত্বে উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানা এলাকায় ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে উল্লাপাড়ার সিরাজগঞ্জ রোডের এভার গ্রিন দই মিষ্টি অ্যান্ড কনফেকশনারি কর্নার নামের একটি প্রতিষ্ঠানের মালিক আবদুল মোমিনকে (৩২) মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, বিক্রয়মূল্য প্রদর্শন না করা এবং গায়ে মূল্য না থাকায় ৭ হাজার টাকা, আমেনা মেডিসিন কর্নারের মালিক মো. ররিউল ইসলামকে (২৩) বিক্রয় মূল্য প্রদর্শন না করায়, প্রতিশ্রুতি পণ্য বা ওষুধ বিক্রয় না করায় সেবা গ্রহীতার দাবি বা নিরাপত্তাজনিত কার্যক্রমের কারণে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন এবং কুমিল্লা টেক্সটাইল অ্যান্ড খাদিকে মূল্য প্রদর্শন না করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে।